শুভমনের সেঞ্চুরি ম্লান করে বাংলাদেশের জয়

এশিয়া কাপ সুপার ফোরে শুক্রবার নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ। তবে এর আগেই ভারত নিজেদের সর্বশেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে।

ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৫৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের জোড়া অর্ধশতক দলের রানটাকে দুই শ’র কাছাকাছি নিয়ে যায়। ভারতের সঙ্গে লড়াইয়ের মতো স্কোর এসেছে আসলে লোয়ার অর্ডারের সৌজন্যে। নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও অভিষিক্ত তানজিম হাসানের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত বাংলাদেশ তুলে নেয় ৮ উইকেটে ২৬৫ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শার্দূল ঠাকুর।

রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়ে যায় ভারত। দ্বিতীয় বলেই আউট হন রোহিত। তাঁর পর আউট হন এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হওয়া তিলক বর্মার। দুই উইকেট পড়ার পরে শুভমনের সঙ্গে জুটি বাঁধেন লোকেশ রাহুল।

একাই লড়ছিলেন শুভমন গিল। কিন্তু কারও সাহায্য পেলেন না তিনি। শতরান করেও দলকে জেতাতে পারলেন না শুভমন। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হল রোহিতদের। রবিবার এশিয়া কাপের ফাইনালে নামার আগে এই পারফরম্যান্স চিন্তায় রাখবে রোহিতকে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে