রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এই প্রেক্ষাপটে প্রাক্তন ভারতীয় ব্যাটার নভজোত সিং সিধু বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (BCCI) পরামর্শ দিয়েছেন, আসন্ন ইংল্যান্ড সফরে বিরাট কোহলিকে “স্টপ-গ্যাপ” বা অন্তর্বর্তীকালীন অধিনায়ক করা হোক।
তিনি জানিয়েছেন, তাঁর পছন্দের প্রথম অধিনায়ক অবশ্যই জসপ্রিত বুমরাহ, তবে বুমরাহর বাড়তি চাপ কমানোর বিষয়টি বিবেচনায় রেখে তিনি মনে করেন, বিরাট কোহলিকে আবারও দায়িত্ব দেওয়া যেতে পারে।
রোহিতের বিদায়ের পর শুভমন গিলকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে, আর ঋষভ পন্থকে সহ-অধিনায়ক করার সম্ভাবনা প্রবল। তবে গিলের বিদেশের মাটিতে গড় মাত্র ২৫ হওয়ায় তাঁর ওপর এখনই পূর্ণ আস্থা রাখার ব্যাপারে কিছু প্রাক্তন ক্রিকেটার সতর্কতা দেখাতে বলেছেন।
এদিকে বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা বিসিসিআই-কে জানিয়েছেন। তবে বোর্ড এখনও তাঁকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে তিনি ২০ জুন থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড সফরে দলের সঙ্গে যান।
সিধু আরও বলেন, “রোহিত চলে যাওয়ার পর এখন অভিজ্ঞতার ঘাটতি দেখা দিয়েছে। আমি গিলকে অধিনায়ক করতে বলি, কারণ আমি মনে করি সে ভবিষ্যৎ। কিন্তু এখনই ওকে পুরো দায়িত্ব দেওয়া ঠিক হবে না, বিশেষ করে বিদেশে গড় যখন মাত্র ২৫।”
বিসিসিআই এখন বিরাটের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে—তিনি কি ইংল্যান্ড সফরে টেস্ট খেলবেন, নাকি সত্যিই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন।