ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ায় দুই বছরের জন্য নির্বাসিত সাংবাদিক বোরিয়া মজুমদার

ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ায় সাংবাদিক বোরিয়া মজুমদারকে দুই বছরের জন্য নির্বাসিত করল বিসিসিআই (BCCI)। গত ২৩ এপ্রিল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর ৩ মে একটি চিঠি দিয়ে বোরিয়াকে দুই বছরের জন্য নির্বাসিত করার ব্যাপারটা জানায় বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ড টক শো-র উপস্থাপক ও অভিজ্ঞ সাংবাদিক বোরিয়া মজুমদারকে দোষী সব্যস্ত করে তিন সদস্যের বিসিসিআই কমিটি৷ যিনি ঋদ্ধিমান সাহাকে সাক্ষাৎকারের অনুরোধ করা নিয়ে জোর বিতর্কের সূত্রপাত হয়৷ সাংবাদিক বোরিয়া মজুমদার দু বছরের জন্য নির্বাসিত হলেন৷ তাঁর বিরুদ্ধে হেনস্তা করা, ভয় দেখানো, এবং ছোট করার জন্য এই শাস্তি পেলেন৷ বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমল, কাউন্সিলর প্রভতেজ সিং ভাটিয়া এই শাস্তির সিদ্ধান্তের বিষয়ে সহমত হন৷ 
এই নির্বাসিত সাংবাদিক আগামী দুই বছর ভারতীয় দল ও আইপিএল-এর কোন ফ্র্যাঞ্চাজির ক্রিকেটারের সাক্ষাৎকার নিতে পারবেন না। বোর্ডের সঙ্গে যুক্ত থাকা কোন রাজ্য ক্রিকেট সংস্থায় তিনি যেতেও পারবেন না। 

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?