ব্রাজিলের বিজয়রথ থামাল ইকুয়েডর, ম্যাচ ড্র ১-১ গোলে

ডেস্ক: অবশেষে থামল ব্রাজিলের বিজয়রথ ৷ সব মিলিয়ে টানা ১০টি ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলেও এই প্রথম ১১তম ম্যাচে ইকুয়েডরের কাছে ধাক্কা খেল ব্রাজিল রবিবার কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল ৷ যদিও ৪ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষেই রয়েছে তাঁরা। এদিকে ইকুয়েডরের ঝুলিতে ৩ পয়েন্ট।


ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের উদ্দেশে শট নেয় মোট ৬টি। ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে একুয়েডরের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল। নেইমার-কাসেমিরোকে ছাড়া খেলতে নামা ব্রাজিলের সঙ্গে ইকুয়েডর লড়াই করে সমানে-সমান।

প্রথামার্ধের ৩৭ মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় ব্রাজিল। এভারটনের নিখুঁত ডেলিভারি থেকে দারুণ হেডে জাল প্রথম গোল করেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এডার মিলিটাও। প্রথমার্ধেই ঘটে দুর্ঘটনাও। ইকুয়েডরের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছিল ব্রাজিল। ঠিক এমন সময় ইকুয়েডরের ফুটবলার মোজেস কাইস্যাডো বল দখলের লড়াইয়ে চোট পান। মাত্র ১৯ বছর বয়সি এই ফুটবলারের চোট গুরুতর ছিল বলেই মনে করা হচ্ছে। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন তিনি।

আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে দেশকে জোড়া সোনা এনে দিলেন দীপিকা কুমারি


দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে  ইকুয়েডরের কর্নার প্রথমে হেড দিয়ে ক্লিয়ার করেন মিলিতাও। তবু ব্রাজিলের বক্স থেকে বল বেরোয়নি। ৩টি হেডে বল যায় মেনার পায়ে। ডানদিক থেকে গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান মেনা। এরপর ম্যাচে লিড নেওয়ার চেষ্টা করলেও কাজের কাজ করতে পারেনি ব্রাজিল।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে