কলকাতা: দু’বছর পর ফের সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলোয় ঝলমলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেন চাঁদের হাট। জীবনকৃতি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অশোক মলহোত্র-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে।
কোভিভের জন্য মাঝে দুই বছর বন্ধ থাকার পর শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। মহিলাদের ক্রিকেটে অবদানের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয় ঝুলন গোস্বামীকে। জীবনকৃতি সম্মান পান উদয় ভানু বন্দ্যোপাধ্যায়, গার্গী বন্দ্যোপাধ্যায়, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা বন্দ্যোপাধ্যায়, অশোক মলহোত্র এবং মিঠু মুখোপাধ্যায়। আইকন ক্রিকেটারের বিশেষ পুরস্কার দেওয়া হয় ভারতের মহিলা দলের অলরাউন্ডার দীপ্তি শর্মাকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, বিদায়ী সভাপতি অভিষেক ডালমিয়া-সহ সিএবি-র অন্যান্য কর্তারা। শনিবারের অনুষ্ঠানে প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের পুনর্মিলন হল।
আরও পড়তে পারেন: ঝুলন গোস্বামীকে বিশেষ সম্মান সিএবি-র, জীবনকৃতির তালিকার সম্বরণ বন্দ্যোপাধ্যায়