Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শতবর্ষে কলকাতার ডার্বি - NewsOnly24

শতবর্ষে কলকাতার ডার্বি

পঙ্কজ চট্টোপাধ্যায়

“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল”
সারা দুনিয়ায় আমরা বাঙালিরা একমাত্র জাতি, যারা খেলা পাগল। খেলাকে উৎসবে পরিণত করতে জানি।
বিশেষ করে ফুটবল। ঘরের মাঠে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান, আর বিশ্বকাপে, ইউরো কাপে, যে যার পছন্দের দলের সমর্থক।আর এই কলকাতার বুকে সেরা হোল ডার্বি-র ম্যাচ।

কলকাতার ডার্বি হোল এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয়,এবং প্রাচীন। যার পদার্পন ঘটলো ২০২১ সালে শত বর্ষের আঙিনায়।
প্রথম শুরু হয়েছিল ১৯২১ সালে। তখন নাম ছিল কুচবিহার কাপ। ৮ই আগস্ট,১৯২১ এ খেলা হয়। শেষ খেলা ২০২১ এ।

আমাদের ডার্বিতে ময়দানে লড়াই হয় বাঙালে আর ঘটিতে, লাল হলুদ জার্সি, আর সবুজ মেরুন জার্সিতে। ডার্বির প্রথম খেলাতে ইস্টবেঙ্গল খেলেছিল মোনা দত্তের নেতৃত্বে। মোহন বাগান শিবু ঘোষের নেতৃত্বে। ফলাফল ৩-০ তে মোহনবাগান জয়ী।

পরের বার ইস্টবেঙ্গল ১-০ তে জয়ী। গোল করেন নেপাল চক্রবর্তী।
আজ অবধি ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়েছে ৩৬১ বার। ইস্টবেঙ্গল জিতেছে ১২৭ বার,মোহনবাগান জিতেছে ১১৬ বার। আর খেলা ড্র হয়েছে ১১৮ বার ।
বাঙালি যতদিন থাকবে থাকবে ফুটবল, মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান থাকবে। খেলার উন্মাদনায় আমাদের মাতামাতি।

আরও পড়ুন

কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থিতালিকায় চমক, লড়বেন ফিরহাদ, অতীন, মালা

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি