বুধবার পাঞ্জাব এফসিকে ৩-০ গোলে হারিয়ে লিগ-শিল্ডের আরও কাছাকাছি পৌঁছে গেল মোহনবাগান। ২০ ম্যাচে সবুজ-মেরুনের সংগ্রহ ৪৬ পয়েন্ট। অঙ্কের হিসাবে এখনও ৭ পয়েন্ট দরকার, তবে জামশেদপুর বা গোয়া পয়েন্ট নষ্ট করলে আরও আগেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে।
গত মরসুমে ৪৮ পয়েন্ট পেয়ে লিগ-শিল্ড জিতেছিল মোহনবাগান। এবার লিগে দুটি ম্যাচ বাড়লেও ৫০ পয়েন্টেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে তারা। ঘরের মাঠে টানা ৯টি ম্যাচ জিতে আইএসএলে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে মোহনবাগান, যা আগে কেবল চেন্নাইয়িন এফসি করেছিল।
শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছিল স্টুয়ার্টের দল। স্কট স্ট্রাইকারের দুটি প্রচেষ্টা রুখে দেন পাঞ্জাব গোলকিপার রবি কুমার। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে। ৫৬ মিনিটে ম্যাকলারেনের দুরন্ত শটে এগিয়ে যায় মোহনবাগান। এরপর ৬৩ মিনিটে কোলাসোর নিখুঁত লং শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়ায়। শেষ মুহূর্তে ম্যাকলারেনের দ্বিতীয় গোল দলের জয় নিশ্চিত করে।
এই জয়ের ফলে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টানা পঞ্চমবার সুপার সিক্স নিশ্চিত করল মোহনবাগান। অন্যদিকে, ১৮ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে পাঞ্জাব।