কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের ব্যাকস্ট্রোক-এর ১০০ মিটারের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ। সেমিফাইনালে ৫৪.৫৫ সেকেন্ডে সেকেন্ডে সাঁতার শেষ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেন এই ভারতীয় প্রতিযোগী। সেমিফাইনালে দ্রুততম সাঁতারু হিসেবে এই ইভেন্ট শেষ করেছেন দক্ষিণ আফ্রিকার সাঁতারু পিটার কয়েটজে। প্রথম দিনের প্রতিযোগীতায় ৫৩.৬৭ সেকেন্ডে ১০০ মিটারের ব্যাকস্ট্রোক সম্পূর্ণ করেন তিনি। ২১ বছর বয়সী এই প্রতিযোগী হিটে চতুর্থ স্থান অধিকার করে নেন এবং সব মিলিয়ে সপ্তম স্থানে শেষ করে পদকের আশা বাঁচিয়ে রাখেন।
এই প্রতিযোগীতার ফাইনাল আয়োজিত হবে রবিবার। ফাইনালে যদি ভারতকে পদক এনে দিতে পারেন শ্রীহরি তা হলে প্রশান্ত কর্মকারের পর দ্বিতীয় সাঁতারু হিসেবে কমনওয়েলথ গেমসে ভারতকে পদক এনে দেওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি।
আরও পড়ুন :
নিমতলার কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
অভিষেকের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানালেন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীরা
এবার ভোটার তালিকায় নাম উঠবে ১৭ বছর বয়সে
শিল্পপতিদের জমি দেওয়ার ক্ষেত্রে নয়া নীতি আনতে চলেছে রাজ্য
“মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক, দলের সিদ্ধান্ত সঠিক কিনা সময় বলবে”, পার্থ