Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বেঙ্গালুরুকে উড়িয়ে মধুর প্রতিশোধ দিল্লির - NewsOnly24

বেঙ্গালুরুকে উড়িয়ে মধুর প্রতিশোধ দিল্লির

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। শনিবার নিজের শহর থেকে হেরে ফিরতে হল বিরাট কোহলিকে। ব্যাঙ্গালোরের ৪ উইকেটে ১৮১ রানের জবাবে দিল্লি ক্যাপিটালস ১৬.৪ ওভারে তুলল ৩ উইকেটে ১৮৭ রান। এই জয়ের ফলে কলকাতা নাইট রাইডার্সের মতো সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লিও ১০টি ম্যাচ খেলে তুলে নিল ১০ পয়েন্ট।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি ওপেনিং জুটিতে ওঠে ৮২। ৩২ বলে ৫২ রান করে আউট হন ডুপ্লেসি। পরের বলে ম্যাক্সওয়েলকেও (‌০)‌ তুলে নেন। ৪৬ বলে ৫৫ রান করে মুকেশ কুমারের বলে আউট হন কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২৬ বলে জীবনের প্রথম আইপিএল হাফ সেঞ্চুরি করেন মহীপাল লোমরোর। তিনি করলেন ২৯ বলে অপরাজিত ৫৪ রান। দীনেশ কার্তিক করলেন ২৯ বলে ৫৪ রান এবং অনুজ রাওয়াত ৩ বলে ৮ রান করে শেষ পর্যন্ত ২২ গজে রইলেন।

দিল্লির কোনও বোলারই তেমন সুবিধা করতে পারলেন না। ওয়ার্নারের দলের সফলতম বোলার মার্শ ২১ রানে ২ উইকেট নিলেন। ৩০ রানে ১ উইকেট বাংলার মুকেশ কুমারের। ৪৫ রান দিয়ে ১ উইকেট পেলেন খলিল আহমেদ।

দিল্লির হয়ে ওপেন করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ১৪ বলে ২২ রান করে ফিরে গেলেও উইকেটের অন্য প্রান্তে রোখা গেল না সল্টকে। তাঁর ব্যাট থেকে এল ৪৫ বলে ৮৭ রান। তিন নম্বরে নেমে মিচেল মার্শও বড় রান পেলেন না ১৭ বলে ২৬ রান করলেন। রুসো অপরাজিত থাকলেন ২২ বলে ৩৫ রান করে। ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকলেন অক্ষর পটেল।

বেঙ্গালুরুর কোনো বোলারই দিল্লির ২২ গজে নজর কাড়তে পারলে না। জস হ্যাজলউড ১ উইকেট পেলেন ২৯ রান খরচ করে। ৩২ রানে ১ উইকেট হর্ষল পটেলের। ৩৩ রানে ১ উইকেট কর্ণ শর্মার।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি