তিরন্দাজির বাছাই পর্বে নবম স্থান পেলেন Deepika

ডেস্ক: করোনার আতঙ্কের মাঝেই বহু প্রতিক্ষিত অলিম্পিক্সের ইভেন্ট শুরু হল হয়েছে। অলিম্পিক্সের প্রথম দিনেই হতাশাজনক শুরু করলেন তিরন্দাজ দীপিকা কুমারী৷ অলিম্পিক্সের প্রথম দিনেই আজ বড় পরীক্ষা ভারতীয় তিরন্দাজদের৷ বাছাই পর্বে নবম স্থানে শেষ করলেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী। ৭২টি তির টার্গেটে মেরে ৬৬৩ পয়েন্ট সংগ্রহ করেছেন দীপিকা। পরের রাউন্ডে ভুটানের প্রতিযোগীর মুখোমুখি হবেন তিনি।


প্রথম দিনেই যদিও শুরুটা খারাপ করলেন ভারতীয় তিরন্দাজ তথা বিশ্বের এক নম্বর দীপিকা কুমারী। Ranking রাউন্ডে ৬৬৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করলেন তিনি। ফলে 1/32 elimination রাউন্ডে তাঁর সামনে ভূটানের কর্মা। কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হবেন কোরিয়ার আন সানের। যিনি কিনা তিরন্দাজির এই রাউন্ডের শুরুতেই ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়ে প্রথম স্থান পেয়েছেন। অর্জন করেছেন ৬৮০ পয়েন্ট। যা কিনা অলিম্পিকের ইতিহাসে তিরন্দাজিতে রেকর্ডও। ফলে শুরুতেই কঠিন লড়াই দীপিকার সামনে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্র ক্লাব প্রাঙ্গন, পুলিশের লাঠিচার্জ


যাঁদের দিকে পদকের আশায় তাকিয়ে রয়েছে ভারত, দীপিকা কুমারি তাঁদের মধ্যে অন্যতম। যদিও বিশ্বের এক নম্বর তিরন্দাজের শুরুটা ভাল হয়নি। বাছাই পর্বে নবম স্থানে শেষ করলেন তিনি। ৬৮০ পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্থানে পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অ্যান সান। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা। যথাক্রমে জ্যাং মিনহি (৬৭৭ পয়েন্ট) ও চেইয়ং কাং (৬৭৫ পয়েন্ট)। 

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?