ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান

কলকাতা: দীর্ঘ ১৯ বছর পর রবিবার ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। লাল-হলুদকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ১০ জনের সবুজ-মেরুন।

খেলার শুরু থেকে দু’দলই চাপ বাড়ানোর চেষ্টা করছে। নিজেদের মধ্যে পাস খেলে প্রান্ত ধরে আক্রমণে ওঠার চেষ্টা করেন দুই প্রধানের ফুটবলাররা। তবে গোলশূন্যই রয়ে যায় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণ বাড়ায় ইস্টবেঙ্গল। বার বার বাগান বক্সে উঠে আসছেন নন্দকুমারেরা। চাপ বাড়ছে বাগান রক্ষণে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ। বেশ কিছু অনবদ্য সেভ করেন মোহনবাগান গোলরক্ষক বিশাল। সবমিলিয়ে প্রথমার্ধে দুই দলই দারুণ পারফরম্যান্স করে। তবে মোহনবাগানের দাপট কিছুটা হলেও বেশি ছিল।

খেলার ৬০ মিনিটের মাথায় সিভেরিয়োকে বাজে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অনিরুদ্ধ থাপাকে। ৩০ মিনিটের বেশি সময় ধরে ১০ জনে খেলতে হয় মোহনবাগানকে। অন্য দিকে, ইস্টবেঙ্গলের কাছে এই প্রায় আধঘণ্টা ‘অ্যাডভান্টেজ’।

৭১ মিনিটের মাথায় প্রতি-আক্রমণ থেকে বল ধরে অনেকটা দৌড়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দ্বিতীয় পোস্ট দিয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। ১-০-তে এগিয়ে যায় মোহনবাগান। কার্যত মোহনবাগানকে একক প্রচেষ্টায় এগিয়ে দেন পেত্রাতোস। ম্যাচের শেষ অবধি সেই ফলাফলের আর কোনো বদল হয়নি।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে