কলকাতা: বৃহস্পতিবার ডুরান্ড কাপের সেমিফাইনালে গোয়া এফসি-র মুখোমুখি মোহনবাগান। ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে ইস্টবেঙ্গল। এ বার গোয়ার বিরুদ্ধে কঠিন লড়াই সবুজ-মেরুনের। যুবভারতীতে এই ম্যাচ সন্ধ্যা ৬টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টসে।
গত মঙ্গলবার টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। এ বার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ও গোয়া। এই ম্যাচে মোহনবাগান জিতলে রবিবার ডুরান্ডের ফাইনালে আবার ডার্বি! সে ক্ষেত্রে ১৯ বছর পর আবার ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি হতে পারে। তার আগে অবশ্য কঠিন বাধা টপকাতে হবে মোহনবাগানকে।
প্রসঙ্গত, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলই ১৬ বার করে ডুরান্ড জিতেছে। এ বার দুই প্রধানই ফাইনালে উঠলে ডুরান্ড কাপ জয়ের নিরিখে কেউ এক জন এগিয়ে যাবে। ২০০৪ সালে শেষ বার ডুরান্ড জেতে ইস্টবেঙ্গল। শেষ বার মোহনবাগান ডুরান্ড জিতেছে ১৯৯৯-২০০০ সালে।