ডুরান্ড কাপের জমজমাট ডার্বি এবার রঙিন হল লাল-হলুদে। দেড় বছর পর বড় ম্যাচে ইস্টবেঙ্গল হারাল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে। রবিবার যুবভারতীতে ২-১ গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল ব্রুজ়োর ছেলেরা। জোড়া গোল করে ম্যাচের নায়ক দিমিত্রিয়স দিয়ামানতাকোস।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইস্টবেঙ্গল। মাঝমাঠে মহেশ নাওরেম, মিগুয়েল ফিগুয়েরা ও সাউল ক্রেসপোর ছোট ছোট পাসে চাপে পড়ে বাগান। অন্যদিকে, মোলিনার দলের মাঝমাঠে দূরত্ব বাড়ায় তাল কেটে যায় আক্রমণের। ফলে প্রথম ২০ মিনিট একেবারেই ম্যাচে আসতে পারেনি মোহনবাগান।
৩৫ মিনিটে বিপিন সিংকে বক্সের মধ্যে ফাউল করেন আশিস রাই। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করেন দিয়ামানতাকোস। প্রথমার্ধে এটিই নির্ধারণ করে লাল-হলুদের প্রাধান্য। দ্বিতীয়ার্ধ শুরু হতেই কিছুটা ছন্দে ফেরার চেষ্টা করে মোহনবাগান। তবে ৫২ মিনিটে আলবের্তো রদ্রিগেজ়ের পাস থেকে দুরন্ত ফিনিশে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-০ এগিয়ে দেন দিয়ামানতাকোস।
তবু লড়াই ছাড়েনি বাগান। ৬৮ মিনিটে কর্নার থেকে ফিরতি বলে অনিরুদ্ধ থাপার দূরপাল্লার শটে ব্যবধান কমায় তারা। এর পর একের পর এক আক্রমণে ইস্টবেঙ্গলের রক্ষণ পরীক্ষা নেয় মোলিনার দল। লিস্টনের শট পোস্টে বাধা পায়, গোললাইন থেকে সেভ করেন সিবিলে। তবুও শেষ রক্ষা হয়নি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে লাল-হলুদ সমর্থকরা।
এই জয়ের ফলে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল ইস্টবেঙ্গল। সেখানে তাদের প্রতিপক্ষ বাংলারই আর এক দল— ডায়মন্ড হারবার এফসি।