কলকাতা লিগে অবশেষে জিতল ইস্টবেঙ্গল, ৪ গোল পুলিশকে

ইস্টবেঙ্গল: ৪ (সার্থক, বুনান্ডো, দীপ, অভিষেক)

পশ্চিমবঙ্গ পুলিশ: ২ (সুব্রত, রাজীব)

কলকাতা: অবশেষে কলকাতা লিগে জয় পেল ইস্টবেঙ্গল। পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জিতল লাল-হলুদ দল।

নৈহাটি স্টেডয়ামে ১৭ মিনিটে প্রথম গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। কুশ ছেত্রীর পা থেকেই শুরু হয় আক্রমণ। রাইটব্যাক গুলন্দ সিং শট নেন। সেই শট পশ্চিমবঙ্গ পুলিশের তপেন্দুর গায়ে লেগে গোলে ঢুকে যায়। মিনিট ছয়েক পরে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান সার্থক গলুই (২-০)। এরপর পুলিশের সুব্রত বিশ্বাস পেনাল্টি থেকে জাল কাঁপাতে ভুল করেননি (২-১)।

৪৬ মিনিটে রাজীব দত্তের গোলে সমতা ফেরায় পুলিশ। এর পর ৭০ মিনিটে পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দীপ সাহা। ৭৪ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান পরিবর্ত হিসেবে নামা অভিষেক কুঞ্জুম। পুলিশের ফুটবলারদের ভুলে এই শেষ গোলটি করে ইস্টবেঙ্গল। সুব্রত এবং তনবীরের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে গোল হয়। সুব্রত ব্যাক পাস করলেও তনবীর বোঝেননি। ফায়দা তুলে গোল করেন অভিষেক (৪-২)।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে