কলকাতা লিগের শুরুতেই বিবর্ণ লাল হলুদের পারফরম্যান্স। প্রথম ম্যাচে একেবারে বর্ণহীন পারফরম্যান্সের জেরে রেনবো এসির কাছে আটকে যেতে হল ইস্টবেঙ্গলকে।
মাঠে লাল হলুদ ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। আর এই কারণেই কলকাতা লিগের প্রথম ম্যাচেই রেনবোর কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। সারা ম্যাচে গোলের মুখ খুলতে ব্যর্থ বিনো জর্জের ছেলেরা।
উল্লেখযোগ্য ভাবে, কলকাতা লিগে বাকি দুই প্রধানের শুরুটা খুব ভালো হয়েছে। মোহনবাগান কলকাতা লিগের শুরুটা দারুণ করেছে। প্রথমে পাঠচক্র, তার পর টালিগঞ্জ অগ্রগামীকেও উড়িয়ে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের পাশাপাশি মহমেডান স্পোর্টিংও কলকাতা লিগের শুরুটা করেছে দুরন্তভাবে। নিজেদের ঘরের মাঠে সিএফসি-কে উড়িয়ে দিয়েই অভিযান শুরু করেছে মহমেডান।
কিন্তু কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল শুরুতেই আটকে গেল। রেনবোর বিরুদ্ধে ০-০ গোলে শেষ হল ম্যাচ। দুই দলই একাধিক সুযোগ পেলেও গোলে পরিণত করতে পারেনি কেউই। ফলে গোলশূন্য শেষ হয় ম্যাচ।