আইএসএলের প্রথম ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল, পেনাল্টি না পাওয়ার আক্ষেপ

কলকাতা: আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নেমে ড্র করে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হল লাল-হলুদকে। সোমবার জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। সুযোগ নষ্টের খেসারৎ দিতে হল তাদের।

বিশ্লেষকদের মতে, বল পজেশন, পাসিং, গোলমুখী শট- সব ক্ষেত্রেই এদিন এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। ফলে জিততে পারত ইস্টবেঙ্গল। সেখানে গোলশূন্য ড্র। একটা সময় ইস্টবেঙ্গলে খেলে যাওয়া গেলাকিপার টিপি রেহনেশ এদিন পুরনো দলের বিরুদ্ধে জ্বলে ওঠেন। একের পর এক সেভ দেন তিনি।

পাল্টা আক্রমণ করছিল জামশেদপুরও। কিন্তু লাল-হলুদের আক্রমণের ঝাঁঝ অনেক বেশি ছিল। গোটা ম্যাচেই বার বার আক্রমণে উঠেছে তারা। শুধু গোলটাই করতে পারেনি। ফুটবলে যদিও গোলটাই সব। তাই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ক্লেটনদের।

খেলার ফল যে শেষমেশ এরকম হবে, তা আগে কেউ কল্পনাও করতে পারেননি। গোলের একাধিক সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে প্রথমার্ধে। সেই সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারলে দিনের শেষে স্কোরলাইন অন্যরকম হতেও পারত। অন্য দিকে, রেফারি একটি পেনাল্টি থেকে তাদের বঞ্চিত করেছেন বলে অভিযোগ তোলেন ইস্টবেঙ্গলের সমর্থকরা।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে