জিতেও নেই স্বস্তি! ইকুয়েডর সমর্থকদের বিতর্কিত স্লোগান নিয়ে মামলা শুরু ফিফা-র

কাতার: বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বকাপে। এ বার উদ্বোধনী ম্যাচে কাতারের বিরুদ্ধে জয়ী ইকুয়েডরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শুরু করেছে ফিফা। জানা গিয়েছে, ওই ম্যাচে বিতর্কিত কিছু স্লোগান দিয়েছিলেন ইকুয়েডর সমর্থকরা।

ফিফা জানিয়েছে, ইকুয়েডর সমর্থকদের ওই স্লোগান বা গানে বৈষম্যমূলক বা অপমানজনক শব্দ রয়েছে। তবে সেগুলি ঠিক কী, তা জানায়নি ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা। শুধু জানানো হয়েছে, এ ধরনের স্লোগান ফিফার শৃঙ্খলাবিধির ১৩ নম্বর অনুচ্ছেদের আওতায় শাস্তিযোগ্য।

বিবৃতিতে বলা হয়েছে, “২০ নভেম্বর কাতার বনাম ইকুয়েডর ম্যাচ চলাকালীন ইকুয়েডর সমর্থকদের স্লোগান নিয়ে ফিফার শৃঙ্খলা কমিটি ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মামলা শুরু করেছে”।

উল্লেখ্য, রবিবার কাতারকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ইকুয়েডর।

ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে ইকুয়েডরকে এগিয়ে দেন অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। ম্যাচের ৩১ মিনিটে অনবদ্য হেডারে ইকুয়েডরের ব্যবধান বাড়ান সেই তিনি-ই!

Related posts

আজ আইপিএলে মুম্বইয়ের মুখোমুখি কেকেআর, কখন কোথায় দেখবেন

দিল্লির বিরুদ্ধে ৭ উইকেট জয় নাইটদের

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লির বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামছে কেকেআর