টাইব্রেকারে স্পেনকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কাতার: শেষ পর্যন্ত টাইব্রেকারে স্পেনকে ৩-০ হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল মরক্কো। এই প্রথম মরক্কো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল। কোয়ার্টার ফাইনালে তারা পর্তুগালের মুখোমুখি হবে।

মঙ্গলবার এডুকেশন স্টেডিয়ামে আয়োজিত ‘রাউন্ড অফ ১৬’-য় মরক্কো বনাম স্পেন ম্যাচ অতিরিক্ত সময়ের পরেও অমীমাংসিত থাকে। এর পর পেনাল্টি শুটআউটের ব্যবস্থা হয়। তাতেই ৩-০ গোলে জিতে যায় মরক্কো।

এ দিন নির্ধারিত ১২০ মিনিটে স্পেন আধিপত্য বজায় রেখে খেললেও গোলের সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হয়। বলের দখলদারিতে স্পেন অনেক এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত মরক্কোর শক্তিশালী রক্ষণকে খুব একটা ভাঙতে পারেনি। বরং মরক্কোই প্রতি-আক্রমণে স্পেনকে মাঝেমাঝেই প্যাঁচে ফেলছিল। ম্যাচের ২০ মিনিটের মধ্যে মরক্কোর গোলে একটাও শট নিতে পারেনি স্পেন। বরং ১২ মিনিটে মরক্কোর স্পেন-জাত খেলোয়াড় আচরাফ হাকিমির শট স্পেনের ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

ম্যাচের অতিরিক্ত সময়েও ফলের কোনো হেরফের হল না। ১০৪ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলেন মরক্কোর ওয়ালিদ চেদিরা। কিন্তু তাঁর শট বাঁচিয়ে দেন সিমন। টাইব্রেকারে গেল ম্যাচ।

টাইব্রেকারে মরক্কোর হিরো হয়ে যান মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনু। স্পেনের প্রথম শট পোস্টে লাগলেও তারপর টানা দু’টি শট সেভ করেন তিনি। অন্য দিকে চারটির মধ্যে তিনটি শটে গোল করে মরক্কোর ফুটবলে নতুন ইতিহাস লিখল ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল।

Related posts

আইপিএল ২০২৪: মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে কলকাতা মুখোমুখি হায়দরাবাদের

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর