বিশ্বকাপে রেকর্ড গোলে জয় স্পেনের, কোস্তারিকাকে গোলের মালা

বুধবার কোস্তারিকাকে নিয়ে ছেলেখেলা করল স্পেন। সাত সাতটা গোল দিল তারা। স্পেন প্রথমার্ধে ৩টি গোল করে। বাকি ৪টি গোল করে দ্বিতীয়ার্ধে। বিশ্বকাপে এত বেশি ব্যবধানে স্পেন কখনও জেতেনি।

কাতারের আল থুমামা স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ই-এর ম্যাচে স্পেনের আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না কোস্তারিকা। যার ফলে একের পর এক সাত গোল। বিশ্বকাপে এটাই স্পেনের সবচেয়ে বড়ো জয়। ২০১০ সালে উত্তর কোরিয়াকে ৭-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। তার ১২ বছর পর বিশ্বকাপে এত বড়ো ব্যবধানে জিতল কোনো দেশ।

স্পেন এত বড় ব্যবধানে জেতায় আতঙ্ক বাড়ল জার্মানির। যারা বুধবার ১-২ গোলে হেরে গিয়েছে জাপানের কাছে। গ্রুপের পরের ম্য়াচে জাপান যদি কোস্তা রিকাকে হারিয়ে দেয়, আর জার্মানি হেরে যায় স্পেনের কাছে, তা হলে ছিটকে যাবেন থোমাস মুলাররা। নক আউটের আশা বাঁচিয়ে রাখতে হলে স্পেনের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট পেতেই হবে জার্মানিকে। এবং শেষ ম্যাচে কোস্তা রিকাকে হারাতে হবে বিরাট ব্যবধানে।

স্পেন রবিবার নামছে জার্মানির বিরুদ্ধে, জাপানের কাছে হেরে গিয়ে যে জার্মানির দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। ২-১ গোলে জার্মানিকে হারায় জাপান।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে