Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিশ্বকাপ ২০২২: শেষ ১৬-য় টিকিট পাকা করল যে ৩ দেশ - NewsOnly24

বিশ্বকাপ ২০২২: শেষ ১৬-য় টিকিট পাকা করল যে ৩ দেশ

কাতার: গ্রুপ পর্বে খেলতে হবে তিনটি করে ম্যাচ। প্রত্যেক দলেরই খেলা হয়ে গিয়েছে দুটি করে। এরই মধ্যে শেষ ১৬-য় যাওয়ার টিকিট পাকা করে ফেলেছে তিনটি দেশ।

গ্রুপ স্টেজে প্রথম দু’টি ম্যাচ জিতে শেষ ১৬-য় জায়গা করে নিল ফ্রান্স, ব্রাজিল এবং পর্তুগাল। তাদের প্রত্যেকের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট করে।

পর্তুগাল এবং ফ্রান্সের পর সোমবার রাতে শেষ ১৬-য় গেল ব্রাজিল। শুধু তা-ই নয়, বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল হল দ্বিতীয় দল যাদের বিরুদ্ধে প্রথম দু’টো ম্যাচে গোল লক্ষ্য করে প্রতিপক্ষের একটা শটও হল না। এর আগে ১৯৯৮-এ ফ্রান্স এই কৃতিত্ব অর্জন করেছিল।

সোমবার স্টেডিয়াম ৯৭৪-এ আয়োজিত গ্রুপ জি-র ম্যাচে নেইমারবিহীন ব্রাজিল ১-০ গোলে হারায় সুইৎজারল্যান্ডকে। ৮৩ মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থা চলার পর ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড় ক্যাসেমিরো দুর্দান্ত ভলিতে সুইৎজারল্যান্ডের গোলকিপারকে পরাস্ত করেন।

ও দিকে, কাতার ও কানাডা যে গ্রুপ লিগেই তাদের যাত্রা শেষ করবে সেটা পাকা হয়ে গিয়েছে। টুর্নামেন্টে এখনও ঝুলে রয়েছে আর্জেন্তিনা-স্পেনের ভাগ্য। ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর পূর্ণাঙ্গ পয়েন্ট টেবিল দেখুন এখানে ক্লিক করে: FIFA World Cup Qatar 2022

Related posts

১২৬তম বেটন কাপ জিতল সেনা একাদশ; বায়ুসেনাকে ২-০ গোলে হারিয়ে কলকাতায় ঐতিহাসিক সাফল্য

ইডেনে পিচের গেরোয় মহাধস: বাভুমার জেদ আর হারমারের ঘূর্ণিতে ১২৪ রানও তুলতে পারল না ভারত

১১ বছরের সম্পর্কের ইতি! কেকেআর ছাড়ল আন্দ্রে রাসেলকে— মিনি নিলামে রেকর্ড পার্স নিয়ে নামছে নাইটরা