পোল্যান্ডকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, রেকর্ড গড়লেন জিহু

কাতার: পোল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল ফ্রান্স। জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। একটি গোল অলিভিয়ের জিহুর। এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫টা গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসাবে এগিয়ে থাকলেন এমবাপ্পে। সেই সঙ্গে জাতীয় দলের জার্সিতে নতুন রেকর্ড গড়লেন অলিভিয়ের জিহু।

ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডের উপর অবিরাম আক্রমণ চালিয়ে যেতে থাকে ফ্রান্স। কিন্তু গোলের মুখ কিছুতেই খুলতে পারছিল না। শেষ পর্যন্ত প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোল করে এগিয়ে যায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে লম্বা পাস বাড়ান পোল্যান্ডের বক্সে। সেখানে মজুত ছিলেন অলিভিয়ের জিহু। তিনি তাঁর বাঁ পায়ের শটে পরাস্ত করেন পোল্যান্ডের গোলকিপার শেজনিকে।

এই গোল দিয়ে ফ্রান্সের হয়ে সব চেয়ে বেশি গোল করার রেকর্ডটা জিহুর নামের পাশে লেখা হয়ে গেল। টপকে গেলেন থিয়েরি অঁরিকে। গ্রুপ ডি-র যে ম্যাচে ফ্রান্স ৪-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল সেই ম্যাচে ২টি গোল করে অঁরিকে ছুঁয়ে ফেলেন জিহু। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ম্যাচে জিহুর গোলের সংখ্যা দাঁড়াল ৫২।

দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। কিলিয়ান এমবাপেকে নিয়ে যখন ফ্রান্সের সমর্থকেরা স্বপ্ন দেখছেন, তখন নীরবে নিজের কাজটা করে যাচ্ছেন। সেই অলিভিয়ের জিহু রবিবার ফ্রান্সের হয়ে পোল্যান্ডের বিরুদ্ধে গোল করলেন। সেই সঙ্গে জাতীয় দলের জার্সিতে গড়লেন নতুন রেকর্ড।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে