প্রথম পাতা খেলা পৌনে চার দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে নিল ভারত

পৌনে চার দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে নিল ভারত

288 views
A+A-
Reset

ভারত: ৩৯৬ (যশস্বী ২০৯, শুভমন ৩৪, আন্ডারসন ৩/৪৭, রেহান ৩/৬৫) এবং ২৫৫ (শুভমন ১০৪, অক্ষর ৪৫, টম ৪/৭৭, রেহান ৩/৮৮)

ইংল্যান্ড: ২৫৩ (জ্যাক ৭৬, স্টোকস ৪৭, বুমরা ৬/৪৫, কুলদীব ৩/৭১) এবং ২৯২ (জ্যাক ৭৩, টম ৩৬, বুমরা ৩/৪৬, অশ্বিন ৩/৭২)

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচ ১০৬ রানে জিতে নিল ভারত। জয়ের জন্য চতুর্থ দিন টিম ইন্ডিয়ার প্রয়োজন ছিল ৯টি উইকেট। আর ইংল্যান্ডের দরকার ছিল ৩৩২ রান। শেষ অবধি হাসি ফুটল ভারতীয় শিবিরে।

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছিল। ম্যাচের চতুর্থ দিন সকাল থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করেন ইংরেজ ক্রিকেটাররা।

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নেন জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন। ১টি করে উইকেট নেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার। চা বিরতির আগেই ২৯২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। যার ফলে পৌনে চার দিনেই শেষ দ্বিতীয় টেস্ট।

হায়দরাবাদে আয়োজিত এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া অল্পের জন্য হেরে গিয়েছিল। বিশাখাপত্তনমে সেকারণেই অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মারা। শেষপর্যন্ত পরীক্ষায় যে তাঁরা লেটার মার্কস নিয়েই পাশ করলেন, তা বলা যেতেই পারে। সিরিজে সমতা ফেরালেন তাঁরা।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.