ডাকওয়ার্থ লুইসে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হারের পর জয় দিয়ে কামব্যাক করল ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় দিয়ে শুরু করল টিম ইন্ডিয়া।

টি-২০ ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। হোক না ডাকওয়ার্থ-লুইস নিয়মে, তাই বলে ম্যাচে ভারতের দাপুটে পারফর্ম্যান্সকে মোটেও খাটো করা যাবে না। ক্যাপ্টেন নিজে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে।

তবে বৃষ্টির জন্য পুরো ম্যাচ খেলতে পারেনি। আয়ারল্যান্ডের ব্যাটিং পুরো হলেও ভারতের ব্যাটিংয়ের ৬.৫ ওভারের সময় বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টি কমার জন্য় দীর্ঘক্ষণ অপেক্ষা করা হলেও তা আর কমেনি। ফলে ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতকে জয়ী ঘোষণা করা হয়।

প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৯ রান তোলে। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১৪০ রানের। টিম ইন্ডিয়া ৬.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৪৭ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। নতুন করে খেলা শুরু করা যায়নি। ফলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারত ২ রানে জয়ী ঘোষিত হয়। ম্যাচের সেই পর্যায় জয়ের জন্য ভারতের দরকার ছিল ৪৫ রান।

Related posts

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা