শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছাল ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪১ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

রবি-সোমবার, পর পর দু’দিন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হয়েছিল রোহিত শর্মাদের। মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। ক্লান্তি আসারই কথা। সম্ভবত সে কারণেই ভারতের ব্যাটিং সফল হতে পারেনি। রোহিত শর্মা, ঈশান কিষান ও কেএল রাহুল ছাড়া সম্মানীয় রান আর কেউ করতে পারেননি। এঁদের উপর ভর করে ভারত তোলে ২১৩ রান।

অন্য দিকে, ২১৪ রান তাড়া করতে নেমে ৯৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পরেও লড়াই করেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ধনঞ্জয় ডি’সিলভা ও দুনিথ ওয়েল্লালাগে। খেলা প্রায় ভারতের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিলেন তাঁরা। চাপে পড়ে গিয়েছিলেন রোহিত শর্মাও। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখে ভারত। অনেক চেষ্টা করেও জিততে পারেনি না শ্রীলঙ্কা।

ভারতের হয়ে চারটে উইকেট নেন কুলদীপ যাদব। পাকিস্তান ম্য়াচে পাঁচ উইকেটের পর শ্রীলঙ্কার ম্যাচে চার উইকেট নিলেন তিনি। ২টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়া।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে