প্রথম পাতা খেলা ইতিহাস গড়ে এ বারের এশিয়ান গেমস সফর শেষ করল ভারত

ইতিহাস গড়ে এ বারের এশিয়ান গেমস সফর শেষ করল ভারত

335 views
A+A-
Reset

এ বারের এশিয়ান গেমসে ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় ক্রীড়াবিদরা। ৭৪ বছরের ইতিহাসে ভারত কোনো গেমসে এত পদক জেতেনি। এর আগে সব চেয়ে বেশি পদক জিতেছিল ২০১৮-এর জাকার্তা এশিয়ান গেমসে। সে বার জিতেছিল ৭০টা পদক – ১৬টা সোনা, ২৩টা রুপো এবং ৩১টা ব্রোঞ্জ। এ বার চিনের হ্যাংঝাউয়ে অনুষ্ঠিত গেমসে ভারতের ঘরে এল ২৮টা সোনা, ৩৮টা রুপো এবং ৪১টা ব্রোঞ্জ।

পদকের সংখ্যায় তিন অঙ্কে ঢুকতে পেরেছে চারটি দেশ। শীর্ষস্থানে রয়েছে চিন ১৯৯ সোনা, ১০৮ রুপো এবং ৭১ ব্রোঞ্জ নিয়ে। অনেক দূরে দ্বিতীয় স্থানে জাপান। তাদের ঝুলিতে ৫০ সোনা, ৬৫ রুপো এবং ৬৯ ব্রোঞ্জ। ৪০ সোনা, ৫৯ রুপো এবং ৮৯ ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। এর পর ভারত। আর কোনো দেশ পদকের সংখ্যায় তিন অঙ্কে পৌঁছোতে পারেনি।

শুক্রবার ভারত ৯৫টি পদক ঝুলিতে ভরে দিনের খেলা শেষ করেছিল। এর মধ্যে  সোনা ছিল ২২টি। শনিবার ভারত আরও ১২টি পদক পায়। তার মধ্যে ৬টিই সোনা। বাকি ৬টি পদকের মধ্যে ৪টে রুপো এবং ২টি ব্রোঞ্জ। শনিবার, মোট ১০৭ পদক (২৮টি সোনা, ৩৮ রুপো এবং ৪১টি ব্রোঞ্জ) জিতে ভারতের এবারের এশিয়ান গেমস অভিযান শেষ হল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.