প্রথম পাতা খেলা অ্যাডিলেডে লজ্জার হার, টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী রোহিতরা

অ্যাডিলেডে লজ্জার হার, টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী রোহিতরা

356 views
A+A-
Reset

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার এড়াতে পারলেন না রোহিত শর্মার ভারত। দ্বিতীয় ইনিংসে ১৭৫ রান তুলেও ইনিংস হার বাঁচাতে পারেনি দল। নীতীশ কুমার রেড্ডির লড়াকু ৪২ রানের ইনিংস সত্ত্বেও ভারতের সম্মান বাঁচানো যায়নি। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯ রানের লক্ষ্য তাড়া করে কোনও উইকেট না হারিয়ে সহজ জয় তুলে নেয়।

অ্যাডিলেডে এই ম্যাচ ভারতের জন্য আরও একটি কালো অধ্যায় হয়ে রইল। আটটি দিন-রাতের টেস্ট খেলে এই মাঠে প্রতিবারই জয় তুলে নিয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এটাই ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে কম সময়ে শেষ হওয়া টেস্ট। পুরো ম্যাচ চলল মাত্র ১৭১.২ ওভার।

ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতের হার একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। ৫ উইকেট হাতে নিয়ে ভারত পিছিয়ে ছিল ইনিংসের ব্যবধানে এবং ইনিংস হার বাঁচাতে দরকার ছিল মাত্র ২৯ রান। কিন্তু ঋষভ পন্থ দিনের প্রথম ওভারেই আউট হয়ে গেলে দলের কাজ কঠিন হয়ে যায়। তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি একপ্রান্ত ধরে লড়াই চালিয়ে যান। তাঁর ৪২ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়। তবে বাকিরা সঙ্গ দিতে পারেননি।

রবিচন্দ্রন অশ্বিন (৭), হর্ষিত রানা (০), মহম্মদ সিরাজ (৭) এবং যশপ্রীত বুমরা (২ অপরাজিত) ব্যাট হাতে ব্যর্থ হন। পুরো ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইনআপ গোলাপি বলে অচেনা পরিবেশে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স দ্বিতীয় ইনিংসে নেতৃত্ব দিলেন দুরন্ত বোলিং আক্রমণের। তিনি ৫৭ রান দিয়ে তুলে নিলেন ৫ উইকেট। মিচেল স্টার্ক নিলেন ২ উইকেট, আর স্কট বোল্যান্ড তুলে নিলেন ৩ উইকেট। ভারতের ব্যাটারদের বিপক্ষে গোটা ম্যাচেই অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ ছিল নির্ভুল।

এই ম্যাচে ভারতের পারফরম্যান্স আবারও প্রশ্নের মুখে পড়ল। বিদেশের মাটিতে সিনিয়র ক্রিকেটারদের থেকে আরও দায়িত্বশীল পারফরম্যান্সের প্রত্যাশা করছিল দল। গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা সত্ত্বেও ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই ভারত ব্যর্থ হল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.