প্রথম পাতা বিনোদন শীতের মরসুমে শান্তিনিকেতনে উদয়শঙ্কর নৃত্য উৎসব শুরু হল, বাবার থেকেই অভিনয়টা পেয়েছি বললেন মমতা শঙ্কর

শীতের মরসুমে শান্তিনিকেতনে উদয়শঙ্কর নৃত্য উৎসব শুরু হল, বাবার থেকেই অভিনয়টা পেয়েছি বললেন মমতা শঙ্কর

57 views
A+A-
Reset

৮ ডিসেম্বর কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের জন্মদিন। সেই উপলক্ষে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের উদয় শঙ্কর নৃত্য উৎসব। আয়োজনে ওয়েস্টবেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন, সহায়তায় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার। রাজ্যের মোট ২৪টা নৃত্য সংগঠন এই উৎসবে অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর, পার্বতী গুপ্ত, চন্দ্রোদয় ঘোষ, জোনাকি সরকার,প্রদীপ্ত নিয়োগী ,অমিত অধিকারী প্রমুখ।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় গত দুই বছরের সাফল্যের পর আবার শান্তিনিকেতনে তাদের এই উদ্যোগ। আগামী দিনে ফেডারেশনের উদ্যোগ আরো জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে জানানো হয়।

শান্তিনিকেতন এর সৃজনী শিল্প গ্রামে আয়োজিত হচ্ছে “আলমোরা”, দুই দিনের উদয়শঙ্কর নৃত্য উৎসব ( ৬ ডিসেম্বর, ৭ ডিসেম্বর,২০২৪, দুই দিন সন্ধ্যা ৬টা)। রাজ্যের নানা প্রান্ত থেকে চব্বিশটি নাচের দল এই বিশেষ উৎসবে অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানের উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন সহযোগিতায় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার।

প্রথম দিনে অংশগ্রহণে মমতা শঙ্কর ডান্স কোম্পানি, , ডান্সার্স গিল্ড , আনন্দধারা, শিল্প বিতান, সূচনা। সহ আরো অনেকে, দ্বিতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন, নৃত্য উপাসনা , আনন্দধ্বনি, স্টেপস এন্ড রিদম সহ আরো দল। কলকাতা সহ বিভিন্ন জেলার নৃত্য সংস্থা এই বর্ণাঢ্য উৎসবে অংশগ্রহণ করবেন। মমতা শঙ্কর উদ্বোধনী অনুষ্ঠানে জানান, ” কলকাতার বাইরেও ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন এর কাজের প্রচার, প্রসার এর অন্যতম প্রধান লক্ষ্য। কলকাতার বাইরেও অনেক গুণি শিল্পী, নৃত্য সংস্থা আছে যাঁরা সবসময় কলকাতায় এসে তাঁদের নৃত্য পরিবেশন করতে পারেন না, আবার অনেক কলকাতার সংস্থা আছে যাঁরা কলকাতার বাইরে গেলে সেখানকার দর্শক তাঁদের কাজ দেখার সুযোগ পান। তাই, কলকাতার বাইরেও এই আয়োজনের গুরত্ব অপরিসীম। ” আরো বলেন, ” ছেলেবেলায় বাবার অনুষ্ঠান সাইড উইঙ্গসে বসে বাবার নাচ দেখতাম। কোনো গ্রাম্য দৃশ্য থাকলে আমায় কোলে নিয়ে মঞ্চে একপাক ঘুরে নিতেন। অভিনয়টা বাবার থেকেই পেয়েছি। ছোটোবেলায় কোনো কিছু ভালো না লেগে কিছু বললে বাবা বলতেন এই কথাটা কতরকম ভাবে বলতে পারো বলো। ওটা ছিল একটা এক্সারসাইজ। আমি খুব পুণ্য করেছিলাম গত জন্মে যে এরকম বাবা-মাকে পেয়েছিলাম। “

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.