সিরিয়ার কাছেও হেরে এশিয়া কাপ থেকে বিদায় সুনীলদের

এএফসি এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচেও হারলেন সুনীল ছেত্রীরা। মঙ্গলবার কাতারে গ্রুপের শেষ ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে লড়েও ভারতের হার ০-১ গোলে। ৭৬ মিনিটে সিরিয়ার পক্ষে এক মাত্র গোলটি করেন ওমর খরিবিন।

২০০৭ সালের পরে ভারত ও সিরিয়া মোট ছ’বার দেখা হয়েছে। দুটি দলই দুটি করে ম্যাচ জিতেছিল। দু’বার ড্র হয়েছে। ২০১৯ সালে আন্তঃ মহাদেশীয় কাপে ভারত-সিরিয়ার শেষ সাক্ষাতে ১-১ ফল হয়েছিল। এবার হারতে হল।

এই টুর্নামেন্টে হারের হ্যাটট্রিক হল সুনীলদের। ফলে তিন ম্যাচে ভারতের প্রাপ্তি শূন্য পয়েন্ট। প্রতিযোগিতার পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে সিরিয়ার বিরুদ্ধে জিততেই হতো ভারতকে।

এর আগের দুটি ম্যাচে ভারতীয় দল হেরেছে অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের কাছে। সিরিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেলতে নেমেছিলেন সুনীলরা। কিন্তু তাঁরা পারেননি আসল কাজ করতে। প্রতিআক্রমণ মূলক ফুটবলের কৌশল নিয়ে দল নামিয়ে ছিলেন। কিন্তু সিরিয়ার বিরুদ্ধেও তাঁর পরিকল্পনা কাজে এল না। কাজে এল না সুনীলদের কোনও প্রচেষ্টা।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?