Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
Tokyo Olympics 2020 : হকি, বক্সিং, তিরন্দাজি, ব্যাডমিন্টন, একধিক ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ভারত - NewsOnly24

Tokyo Olympics 2020 : হকি, বক্সিং, তিরন্দাজি, ব্যাডমিন্টন, একধিক ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ভারত

ডেস্ক : পর পর জয় পেয়ে এগিয়ে চলেছেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসে জায়গা করে নিলেন তিনি। ১-১৫, ২১-১৩ ব্যবধানে হারালেন ডেনমার্কের শাটলার মিয়া ব্লিচফেডেল্টকে।

সিন্ধুকে জোর টক্কর দিয়েছেন ডেনিশ প্রতিদ্বন্দ্বী। কিন্তু ধাক্কা খেয়ে প্রতিবারই ম্যাচে ফিরে আসনে হায়দরাবাদি শাটলার। এই নিয়ে পরপর ৩ ম্যাচেই স্ট্রেট গেমে জেতেন রিওতে রুপোজয়ী পিভি সিন্ধু।

অন্যদিকে লাভলিনা বরগোহাইঁ, পূজা রানির পর ভারতের বক্সার সতীশ কুমার কোয়ার্টার ফাইনালে উঠলেন। তিনি পুরুষদের সুপার হেভিওয়েট (৯১ কেজি) বিভাগের ‘রাউন্ড অফ ১৬’-এ জামাইকার রিকার্ডো ব্রাউনকে হারিয়ে দেন তিনি।

তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন অতনু দাস। দ্বিতীয় রাউন্ডে তিনি হারান ২০১২ অলিম্পিকের সোনা জয়ী দক্ষিণ কোরিয়ার ওহ জিন হায়েকে।

হকিতেও গতবারের অলিম্পিকে সোনা জয়ী আর্জেন্তিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভারত।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি