আজ ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০, কখন, কোথায় এবং কী ভাবে দেখবেন?

রবিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করছে ভারত। আজ এবং আগামী ১২, ১৪ ডিসেম্বর মিলিয়ে তিনটে টি-২০ ম্যাচ হবে।

কখন, কোথায় এবং কী ভাবে লাইভ স্ট্রিমিং এবং সম্প্রচার দেখা যাবে?

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি আজ (রবিবার) ডারবানে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দুই দলের ম্যাচ। ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে। এছাড়াও ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে ডিজনি প্লাস হটস্টারে। অর্থাৎ ভারতীয় দর্শকরা ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। ডিজনি প্লাস হটস্টারে হিন্দি এবং ইংরেজি ছাড়াও আরও কিছু আঞ্চলিক ভাষায় ম্যাচটি উপভোগ করা যাবে।

ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন-

যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, মুকেশ কুমার, রবি বিষ্ণোই, মোহম্মদ সিরাজ এবং আরশদীপ সিং।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্লেয়িং ইলেভেন-

রিজা হেন্ড্রিক্স, ম্যাথিউ ব্রেটজকে, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ট্রিস্টিয়ান স্টাবস, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লিজাদ উইলিয়ামস, তাবরেজ শামসি।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে