386
অস্ট্রেলিয়ার বিরদ্ধে বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে রেকর্ড রান তাড়া করে জিতেছিল ভারত। তিরুবনন্তপূরমেও টি-টোয়েন্টি ম্যাচে জয় রিঙ্কু, যশস্বীদের। রবিবার ৪৪ রানের বিশাল জয়ে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত।
প্রথমে ব্যাট করে ২৩৫ রান করে ভারত। টিম ইন্ডিয়ার এটি পঞ্চম সর্বাধিক স্কোর। ভারতের প্রথম তিন ব্যাটারই অর্ধশতরান করেন। যশস্বী জয়সওয়াল (২৫ বলে ৫৩), রতুরাজ গাওকোয়াড় (৪৩ বলে ৫৮) এবং ঈশান কিসানের (৩২ বলে ৫২) ইনিংস চোখে পড়ার মতোই। ৯ বলে ৩১ রান করে গেলেন রিঙ্কু সিংহ।
বিশাল রান তাড়ায় বড় জুটি গড়া প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। ভারতের বোলাররা সেটাই হতে দেননি। ৯ উইকেটে ১৯১ রান করে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ম্যাচ মঙ্গলবার।