নেই শামি, নবদীপ, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ২ টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত

ওয়েবডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুটি টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করলো ভারত।

দলে আছেন বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

BCCI জানিয়েছে , উমেশ যাদব সম্পূর্ণ সুস্থ না হলে , তাঁর জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হবে শার্দূল ঠাকুরকে।

আরও পড়ুন : চিপকের ঘূর্ণিতেই কাঙ্খিত বদলা, ইংল্যান্ডকে হারিয়ে ৩১৭ রানে জয় ভারতের

নেট বোলার হিসেবে দলে নেওয়া হয়েছে অঙ্কিত রাজপুত, আবেশ খান, সন্দীপ ওয়ারিয়র, কৃষ্ণাপ্পা গৌতম এবং সৌরভ কুমারের নাম। কে এস ভরত এবং রাহুল চহারকেও তৈরি থাকতে বলা হয়েছে।

বিজয় হজারে ট্রফি খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে অভিমন্যু ইশ্বরন, প্রীয়ঙ্ক পঞ্চাল এবং শাহবাজ নাদিমকে।

বাকি দুটি টেস্টই হবে আমেদাবাদে। গোলাপি বলের দিন রাতের তৃতীয় টেস্ট ২৪ ফেব্রুয়ারি এবং চতুর্থ টেস্ট ৪ মার্চ শুরু হবে। চার টেস্টের সিরিজের ফলাফল এখন ১-১ ।

Related posts

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা