ডবল সেঞ্চুরি শুভমনের, ১২ রানে নিউজিল্যান্ডকে হারাল ভারত

ভারত: ৩৪৯ (শুভমন ২০৮, শিপলে ২-৭৪)

নিউজিল্যান্ড: ৩৩৭ (ব্রেসওয়েলস ১৪০, স্যান্টনার ৫৭, অ্যালেন ৪০ সিরাজ ৪-৪৬ যাদব ২-৪৩, ঠাকুর ২-৫৪)

বিধ্বংসী ছন্দে শুভমন গিল। ১৪৬ বলে করলেন ডবল সেঞ্চুরি (১৪৯ বলে ২০৮ রান)। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সামনে সাড়ে তিনশো রানের লক্ষ্য দিয়েছিল ভারত। তবে লক্ষ্যে পৌঁছোনোর কিছুটা দূরেই থামলে হল কিউয়িদের।

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ৩-০ ব্যবধানে জিতে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে ভারতের। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নেমেছে ভারত। এ দিনেও জয় পেলেন রোহিত শর্মারা।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। উল্লেখযোগ্য ভাবে শুভমন আজ মন জিতে নিয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের। তাঁর ডবল সেঞ্চুরির উপর ভর করেই কিউয়িদের ৩৫০-এর লক্ষ্য দিয়েছিল রোহিতের ভারত।

অন্য দিকে, শেষ ওভার পর্যন্ত দুরন্ত লড়াই করলেও নিউজিল্যান্ড জেতাতে পারলেন না মাইকেল ব্রেসওয়েল। ৭৮ বলে ১৪০ রানে থামল ব্রেসওয়েলের স্মরণীয় ইনিংস। ১২ রানে পরাজিত নিউজিল্যান্ড।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে