প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত

মোহালিতে প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারতীয় দল।

আফগানিস্তান ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান তোলে। মোহম্মদ নবী দলের হয়ে সবচেয়ে বড় ৪২ রানের ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ২টি চার ও ৩‌টি ছক্কা। কিন্তু নবীর এই ইনিংস দলকে জয় এনে দিতে পারেনি।

ভারতের হয়ে অক্ষর প্যাটেল দুর্দান্ত বোলিং করেন এবং ২ উইকেট নেন। ৪ ওভারে ২৩ রান দেন তিনি। মুকেশ কুমার ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। শিবম দুবেও ১টি উইকেট‌ পেয়েছেন।

১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭.৩ ওভারেই জিতল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে, শিবম দুবে ৪০ বলে ৫টি চার এবং ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৬০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া জিতেশ শর্মা করেন ৩১ রান। অন্য দিকে, আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মুজিব।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে