রাজ্যে জাঁকিয়ে শীত, আরও নামবে পারদ

কলকাতা: ঠিক পৌষ সংক্রান্তির মুখে শীতের স্পেল শুরু। আগামী দু-তিন দিন রাজ্যে অবাধ উত্তুরে হাওয়া ঢুকবে। তাপমাত্রাও কমবে। ফলে কনকনে শীতের অনুভূতি থাকবে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যেখানে বৃহস্পতিবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে নেমে যাবে। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা গড়ানোর সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল (শনিবার) আরও নামবে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তুরে হাওয়ায় ভর দিয়ে রাজ্যে ফের প্রত্যাবর্তন করছে শীত। আগামী তিন দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস। পরের দু’দিন নতুন করে পারদ পতন না হলেও তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে মকর সংক্রান্তির দিন দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে না। আপাতত তুষারপাতেরও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

Related posts

তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযানে তুলকালাম, ‘পুলিশের রাজধর্ম পালনের’ কথা তুলে ধরলেন কুণাল

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার