আইপিএল নিলাম: কলকাতা নাইট রাইডার্সের পকেটে মাত্র ৭ কোটি, জানুন বিস্তারিত

আইপিএল ২০২৩ নিলামের আগে ১৬ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দেখে নেওয়া যাক কেকেআর স্কোয়াডের বর্তমান অবস্থা।

যাঁদের ধরে রেখেছে

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকুল রায়, রিংকু সিং।

যাঁদের ছেড়ে দিয়েছে

প্যাট কামিন্স, স্যাম বিলিংস, আমন খান (ট্রেডেড), শিবম মাভি, মহম্মদ নবী, চমিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিত তোমর, আজিঙ্কে রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রাশিখ সালাম, শেলডন জ্যাকসন।

যাঁদের কিনেছে

শার্দুল ঠাকুর (ডিসি থেকে), রহমানুল্লাহ গুরবাজ (জিটি থেকে), লকি ফার্গুসন (জিটি থেকে)।

পকেটে টাকার অঙ্ক

মাত্র ৭ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে কলকাতা নাইট রাইডার্স। এখনও ১১ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। এর মধ্যে তিন জন বিদেশি খেলোয়াড়কে নিতে পারবে কেকেআর।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে