প্রথম পাতা খেলা চমকের IPL-এ ঘরে ফিরলেন সাকিব, ৭ বছর পর দল পেলেন পূজারা, প্রথমবার নিলামেই মুম্বাই ইন্ডিয়ান্সে শচীনপুত্র অর্জুন

চমকের IPL-এ ঘরে ফিরলেন সাকিব, ৭ বছর পর দল পেলেন পূজারা, প্রথমবার নিলামেই মুম্বাই ইন্ডিয়ান্সে শচীনপুত্র অর্জুন

244 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : IPL নিলামে রেকর্ড দামে রাজস্থান রয়্যালসে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার ক্রিস মরিস। রেকর্ড ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল রাজস্থান। IPL-র ইতিহাসে তিনিই সর্বাধিক দামে বিক্রি হলেন।

এদিকে দুবছর পর ঘরের ছেলে ঘরে ফিরলেন। বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিল KKR। এছাড়াও শেল্ডন জ্যাকসন ও বৈভব আরোরাকে ২০ লক্ষ টাকায় কেনে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।

হরভজন সিং, বেন কাটিং, পবন নেগিদেরও এবার দেখা যাবে KKR-এ।

আরও পড়ুন : নেই শামি, নবদীপ, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ২ টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত

দীর্ঘদিন এই দলে কাটানো শাকিব ফিরেই বলে দিলেন, “উত্তেজনায় তর সইছে না।” ২০১২ এবং ২০১৪-তে যে রকম ফল করেছিলাম সে রকম এবারও করার চেষ্টা করব। দু’বারই চ্যাম্পিয়ন হয়েছিলাম। ঠিক সেটাই করার চেষ্টা করব কেকেআরের হয়ে।

মরিসের পর বিদেশীদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ও জাই রিচার্ডসনকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে।

১৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েলকে কিনে নেয় বিরাট কোহলির RCB। গ্লেন ম্যাক্সওয়েলকে কেনার জন্য প্রথমে ঝাঁপায় রাজস্থান ও কলকাতা। রিচার্ডসনকে ১৪ কোটি টাকায় কেনে পাঞ্জাব।

তবে সারপ্রাইজ প্যাকেজ ছিলেন ইংল্যান্ডের কাইল জেমিসন। ১৫ কোটি টাকায় তাঁকে দলে নেয় RCB।

এদিকে সাত বছর পরে দল পেলেন টেস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত চেতেশ্বর পূজারা। ৫০ লক্ষ টাকায় তাঁকে নিল ধোনির চেন্নাই সুপার কিংস। প্রথম বার নিলামে হাজির হয়েই দল পেয়ে গেলেন অর্জুন তেণ্ডুলকরও। ২০ লক্ষ টাকায় অর্জুনকে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.