আইএসএল-এর ম্যাচে শনিবারও আটকে গেল এটিকে-মোহনবাগান

শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ শেষ হল ১-১ গোলে। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলেন না এটিকে মোহনবাগান ফুটবলাররা। ডার্বির পর তিন ম্যাচ কেটে গেলও এখনও জয় অধরা এটিকে-মোহনবাগানের।

শনিবার গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে চেন্নাইন এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল এটিকে মোহনবাগান। টানা তিন ম্যাচ জয় অধরা হাবাসের দলের। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছ’নম্বরেই রয়ে গেল এটিকে মোহনবাগান।

এদিন ম্যাচের শুরুটা খারাপ হয়নি সবুজ-মেরুনের। ম্যাচের গোড়ার দিকে বেশ সংঘবদ্ধ দেখাচ্ছিল সবুজ-মেরুন ফুটবলারদের। বিশেষ করে তিরি চোট কাটিয়ে ফেরার পর দলের রক্ষণভাগকে অনেকটাই থিতু মনে হচ্ছিল। এদিন ম্যাচের প্রথম গোলটিও পায় এটিকে মোহনবাগানই।

অপরাজেয় তকমা বজায় থাকল চেন্নাইনের। তবে ৯০ মিনিটের অধিকাংশ সময় দাপট ছিল ব্যান্ডোভিচের দলের। অনবদ্য অনিরুদ্ধ থাপা। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরে খুব বেশি হতাশ হবেন না হাবাস।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে