কলকাতা: শনিবার চলতি আইএসএলের শেষ বড় ম্যাচ। ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে গিয়েছে সবুজ-মেরুন। ইস্টবেঙ্গল। আইএসএলের প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল।
এমনিতেই আইএসএলের নিরিখে এই বড় ম্যাচের তেমন তাৎপর্য নেই। ইতিমধ্যে মোহন বাগান নক-আউট পর্ব নিশ্চিত করেছে। পক্ষান্তরে, বড় ম্যাচ জিতলে ইস্ট বেঙ্গল নবম স্থানে শেষ করবে। তা সত্ত্বেও আবেগের ডার্বি সবসময় অন্যরকম।
এ দিন যুবভারতীর রং সবুজ-মেরুন না লাল-হলুদ, তা জানার জন্য অপেক্ষা আর কয়েক ঘণ্টার। শেষ সাতটা ডার্বিতে খালি হাতে ফিরেছে ইস্টবেঙ্গল। আইএসএলের বড় ম্যাচে রেজাল্ট এখনও ০-৫। এ বার আইএসএলের ডার্বির রেজাল্টে খাতা খুলতে চায় লাল-হলুদ শিবির। আর মোহন বাগান জিতলে নক-আউটের আগে পালে খুশির তুফান উঠবে সমর্থকদের।
বলে রাখা ভালো, শনিবার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে সন্ধ্যা ৭.৩০ থেকে শুরু হবে ডার্বি ম্যাচ। লাইভ ম্যাচ দেখা যাবে Star Sports এবং Star Sports HD টিভি চ্যানেলে। এছাড়া অনলাইনে ডিজনি প্লাস হটস্টারে ডার্বি ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন।