পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয়েই আইএসএল শুরু মোহনবাগানের

কলকাতা: জয় দিয়েই এ বারের আইএসএল অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়েন্ট। শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে পঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন।

নবাগত টিম পঞ্জাবকে তিন গোলে হারাল গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। এদিন মোহনবাগানের হয়ে গোল করেন কামিন্স, পেত্রাতোস ও মনবীর। ১০ ও ৩৫ মিনিটে প্রথম দুটি গোল করেন কামিন্স ও পেত্রাতোস। ৬৪ মিনিটে তিন নম্বর গোলটি করেন মনবীর।

১০ মিনিটের মধ্যেই দুরন্ত টিম গেমে চলে আসে প্রথম গোল। গ্লেন মার্টিন্স বল বাড়ান আশিস রাইকে। তাঁর থেকে বল নিয়ে সাহাল দারুণ কাটব্য়াক করেন কামিংসকে। অজি স্ট্রাইকার পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গোল করতে কোনও ভুলই করলেন না। প্রথম গোল খাওয়ার পরেই পঞ্জাব গোলের রাস্তা খুঁজতে শুরু করেছিল বটে, তবে ৩৫ মিনিটের মধ্যে ফের মেরিনার্স এগিয়ে যায়। কামিন্সের থ্রু পাস থেকে বক্সের মধ্যে লিস্টন কোলাসো মাপা মাইনাস করেন দিমিত্রিয়োস পেত্রাতোসকে। দিমি বুলেট শটে গোল করে স্কোরলাইন ২-০ করে ফেলেন।

৪৯ মিনিটে আশিস রাইয়ের গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। কিন্তু এর কিছু পরেই মোহনবাগান গোল খেয়ে বসে নিজেদের দোষেই। ৫৩ মিনিটে স্কোরলাইন ২-১ হয়ে যায়। এরপর ৬৪ মিনিটে শুভাশিসের পরিবর্তে নামা মনবীর গোল করে যুবভারতীর গ্য়ালারিকে উচ্ছ্বাসে ভরিয়ে দেন। মাঠে নামার দুই মিনিটের মধ্যে অসাধারণ গোল করেন তিনি। পেত্রাতোসের ক্রস থেকে ছবির মতো সুন্দর ফ্লিক করে সেলিব্রেশনে মাতেন মনবীর।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে