টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ

ফের ধাক্কা ভারতীয় ক্রিকেটে। চোটের কারণে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। বৃহস্পতিবার বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, স্ট্রেস ফ্র্যাকচারের কারণে বাদ পড়লেন বুমরাহ।

১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর অস্ট্রেলিয়ায় বসছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর আসর। এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যাতে ছিলেন বুমরাহ। এর আগে প্রায় দু’মাস তিনি বাইরে ছিলেন। যার জেরে এশিয়া কাপেও তিনি খেলতে পারেননি।

তবে এ দিন ওই ঊর্ধ্বতন বিসিসিআই কর্তা জানান, “বুমরাহ নিশ্চিত ভাবে টি২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন না। তাঁর পিঠের অবস্থা গুরুতর। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ছ’মাসের জন্য মাঠের বাইরে থাকতে পারেন ভারতীয় পেসার”।

রবীন্দ্র জাদেজার পর বুমরাহ হলেন দ্বিতীয় সিনিয়র তারকা খেলোয়াড় যাঁকে চোটের কারণে বিশ্বকাপ থেকে দূরে থাকতে হচ্ছে। হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরে উঠলেও জাদেজা বিশ্বকাপের দলে জায়গা পাননি।

আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে স্ট্র্যাটেজি রুম উত্তরাখণ্ডের প্রথম ক্রিকেট স্টেডিয়ামে

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে