কলকাতা: আজ জন্মদিন ঝুলন গোস্বামীর। শনিবার ৪২ বছরে পা দিলেন বাংলার ক্রিকেট কিংবদন্তি। ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্বক্রিকেটেও বরেণ্য তিনি।
মহিলাদের ক্রিকেটে বিশ্বের সর্বকালের সেরা ফাস্টবোলারদের অন্যতম ঝুলন। ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের খেতাব তাঁর দখলে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঝুলন গোস্বামীর। বিশ্ব ক্রিকেটের আইকন। নতুন প্রজন্মের উদাহরণ।
তবে, এই যাত্রাপথ মোটেই মসৃণ নয়। তাঁর মতো লড়াইয়ের সামনে পড়তে হলে, অনেকেই হয়তো মাঝপথে হাল ছেড়ে দিতেন। কিন্তু হাল ছাড়েননি ঝুলন। আগামীর অনুপ্রেরণা হতে ক্রিকেটের প্রতি সব উজাড় করে দিয়েছেন ঝুলন। ঝুলনের জীবন নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। বায়োপিকের নাম রাখা হয়েছে, ‘চাকদহ এক্সপ্রেস।’ ঝুলনের নাম ভূমিকায় দেখা যাবে অনুষ্কা শর্মাকে।
প্রসঙ্গত, মহিলাদের ক্রিকেটে ঝুলন গোস্বামী সর্বোচ্চ উইকেটশিকারি। ২০৪টি ওডিআই ম্যাচে নিয়েছেন মোট ২৫৫ উইকেট। আবার ২০০ ওয়ানডে খেলার মালকিনও তিনিই। বিশ্ব ক্রিকেটের মঞ্চে একঝাঁক রেকর্ড গড়েই কেরিয়ার উজ্জ্বল করে রেখেছেন ঝুলন। সব মিলিয়ে ২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার।