নাটকীয় ম্যাচে শেষ হাসি মুম্বইয়ের। অরুণ জেটলি স্টেডিয়ামে ১২ রানে দিল্লিকে হারিয়ে জয়মুখ দেখল হার্দিক পাণ্ড্যার দল। করুণ নায়ারের বিস্ফোরক ৮৯ রানে ভর করে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দিল্লি, তবে শেষরক্ষা হয়নি।
প্রথমে ব্যাট করে মুম্বই তোলে ২০৫ রান। রোহিত (১৮) ও হার্দিক (২) ব্যর্থ হলেও, রিকেলটন (৪১), সূর্যকুমার যাদব (৪০), তিলক বর্মা (৫৯) এবং নমন ধীর (৩৮)-এর দাপটে রানের পাহাড় গড়ে তোলে দলটি।
জবাবে ব্যাট করতে নেমে করুণ নায়ার একাই লড়াই চালান। ১২টি চার ও ৬টি ছক্কায় মাত্র ৪০ বলে ৮৯ রান করে দলকে ম্যাচে ফেরান তিনি। তবে অধিনায়ক রাহুলের (১৫) দ্রুত বিদায় এবং শেষদিকে নিয়মিত উইকেট পতনে ১৯৩ রানেই থেমে যায় দিল্লি।
মুম্বইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন করণ শর্মা। দিল্লি হারলেও করুণের এই ইনিংস ভবিষ্যতের জন্য বড় বার্তা দিয়ে গেল—বিশ্বস্ত ব্যাটার এখনও হারিয়ে যাননি।