প্রথম পাতা খবর ‘ভুয়ো’ ছবি পোস্ট করে বিতর্কে বিজেপি! পাল্টা পোস্ট রাজ্য পুলিশের, কড়া আক্রমণে তৃণমূল

‘ভুয়ো’ ছবি পোস্ট করে বিতর্কে বিজেপি! পাল্টা পোস্ট রাজ্য পুলিশের, কড়া আক্রমণে তৃণমূল

34 views
A+A-
Reset

ধর্মীয় উৎসব ঘিরে টুকরো অশান্তির কিছু ছবি একত্রিত করে রবিবার রাজ্য বিজেপি তাদের সমাজমাধ্যমে একটি পোস্ট করে। তাতে দাবি করা হয়, ঘটনাগুলি বিভিন্ন পুজো বা ধর্মীয় অনুষ্ঠানের সময়ের। রাজ্য পুলিশ সেই দাবি খণ্ডন করে জানিয়েছে, বিজেপির পোস্টটি ভুয়ো।

পুলিশের দাবি, অধিকাংশ ছবি নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময়ের, এমনকি কয়েকটি ছবি উত্তরপ্রদেশ, অসম এবং কর্নাটকের বলে চিহ্নিত করেছে পুলিশ।

বিজেপির পোস্টে দেখা যায়, রাস্তায় আগুন জ্বলছে কিংবা বিক্ষোভের ছবি, যেগুলি গণেশ চতুর্থী বা সরস্বতী পুজোর সময়ের বলে দাবি করা হয়। পুলিশ বলছে, ওই ছবি লখনউ, ম্যাঙ্গালুরু বা অন্য রাজ্যের পুরনো ঘটনার। তবে বিজেপি ছবিগুলির উৎস বা এলাকা নির্দিষ্ট করে উল্লেখ করেনি।

এ ঘটনার পর তৃণমূল কংগ্রেসও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তৃণমূলের অভিযোগ, “বিজেপি এখন ভুয়ো তথ্য ছড়ানোর কারখানা হয়ে উঠেছে। তাদের কাছে সত্যের কোনও মূল্য নেই। সাধারণ মানুষের মৃত্যুকে পর্যন্ত রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা।”

লোকসভা ভোটের আগে সমাজমাধ্যমকে হাতিয়ার করে সংঘর্ষমূলক ইস্যু তুলে ধরার চেষ্টা করছে বিজেপি, এমনই অভিযোগ উঠছে রাজনৈতিক মহলে। পাল্টা তথ্য-যুদ্ধ ও আক্রমণে উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.