ডেস্ক : এবার জিকা ভাইরাসের খোঁজ মিলল ভারতে। কেরলে এই ভাইরাসের খোঁজ মিলেছে। সাধারণ ভাবে ডেঙ্কি ম্যালেরিয়া সঙ্গে কার্যত এই ভাইরাসের কোনো পার্থক্য নেই।
কেরলের ১৩ জন বাসিন্দার রক্তের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষাগারে। মনে করা হচ্ছে এই ১৩ জনই পজিটিভ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন বর্ষাকালে এডিস ইজিপ্টাই মশার কামড়ে এই ভাইরাস ছড়ায়। একই মশার কামড়ে ডেঙ্গতে আক্রান্ত হন মানুষ।
কেরলে বর্ষাকালে প্রচুর মশার মেলে। সাধারণ পরিষ্কার জমা জলে এডিশ মশা জন্মায়। ১৯৪৭ সালে উগান্ডার জিকা ফরেস্ট অঞ্চলে এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছিল। সেই থেকে এই ভাইরাসের নামকরণ করা হয় জিকা।
জিকার লক্ষণগুলি হল মূলত জ্বর আসে, চোখে সংক্রমণ, পেশি এবং গাঁটে ব্যাথা ও মাথা ধরার উপর্সগগুলি লক্ষ্য করা যায়।
আর পড়ুন