গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে অবিশ্বাস্য ভাবে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে জয়ের জন্য নাইট রাইডার্সের দরকার ছিল ২৯ রান। পর পর ৫ বলে ৫টি ছক্কা মেরে দলকে জেতালেন রিঙ্কু সিংহ।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৪/৪ তোলে গুজরাট। শুরুটা ভাল করেন গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। গুজরাতকে প্রথম ধাক্কা দেন সুনীল নারাইন। ১৭ রানের মাথায় ঋদ্ধিকে আউট করেন তিনি। ভাল খেলছিলেন শুভমন। তাঁকেও ফেরান নারাইন। ৩৯ রান করেন শুভমন। এই ম্যাচেও গুজরাতের ইনিংসকে টানলেন সাই সুদর্শন। আগের ম্যাচে অর্ধশতরান করেছিলেন। এই ম্যাচেও অর্ধশতরান করলেন তিনি। তাঁকেও আউট করেন নারাইন।
জবাবে শেষ বলে জয় নাইটদের (২০৭/৭)। দলের দুই ওপেনার রান পাননি। রহমানুল্লা গুরবাজ ১৫ ও নারায়ণ জগদীশন ৬ রান করে আউট হয়ে যান। তৃতীয় উইকেটে ১০০ রানের জুটি বাঁধলেন অধিনায়ক নীতীশ ও বেঙ্কটেশ আয়ার। ২৬ বলে অর্ধশতরান করেন বেঙ্কটেশ। ৪৫ রানের মাথায় নীতীশ আউট হয়ে যান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে, শেষ ওভারে দরকার ছিল ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। পরের ৫ বলে ৫টি ছক্কা মারলেন রিঙ্কু।