309
কলকাতা: শনিবার ইডেন গার্ডেন্সে প্যাট কামিন্সের হায়দরাবাদকে হারিয়ে দিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স।
প্রথমে ব্যাট করতে নেমে ২০০ রানের গণ্ডি টপকে যায় কেকেআর। রান তাড়া করতে নেমে ভাল লড়াই করে হায়দরাবাদ। শেষ পর্যন্ত ৪ রানে জেতে কলকাতা। কলকাতার তোলা ৭ উইকেটে ২০৮ রানের জবাবে হায়দরাবাদ থেমে যায় ৭ উইকেটে ২০৪-এ।
ইডেনে ফের উঠল রাসেল ঝড়। ২৫ বলে ৬৪ রানের ইনিংস খেললেন তিনি। অন্য দিকে, বল হাতে নিজের কাজ করলেন সুনীল নারাইন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
এ বারের আইপিএলে এখনও অবধি ১টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। সেটিতে জিতে শ্রেয়স আইয়ারের টিম পয়েন্ট টেবলের ৩ নম্বরে রয়েছে। কেকেআরের নেট রান রেট +০.২০০। পয়েন্ট ২।