আইপিএল নিলামের পর কেকেআর খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা

মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল বহু প্রতীক্ষিত আইপিএল নিলাম ২০২৪। পরের বছরের প্রতিযোগিতা শুরুর আগে সব দলই ঘর গুছিয়ে নিল। কেমন হল কলকাতা নাইট রাইডার্সের দল।

আইপিএল ২০২৪ কেকেআরের সম্পূর্ণ দল

নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানুল্লা গুরবাজ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক , অঙ্গরীশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পান্ডে, মুজিব উর রহমান, গুস অ্যাটকিনসন, সাকিব হুসেন।

আইপিএল ২০২৪ নিলামে কেকেআর যেসব খেলোয়াড়রা কিনল

কেএস ভারত (৫০ লাখ টাকা), চেতন সাকারিয়া (৫০ লাখ টাকা), মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি), অঙ্গরীশ রঘুবংশী (২০ লাখ), রমনদীপ সিং (২০ লাখ), শেরফেন রাদারফোর্ড (১.৫ কোটি), মনীশ পান্ডে (৫০ লাখ), মুজিব উর রহমান (২ কোটি), গুস অ্যাটকিনসন (১ কোটি), সাকিব হুসেন (২০ লাখ)।

উল্লেখযোগ্য ভাবে, প্রায় ২৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা। এই টাকায় আরও অনেককে নিতে পারত তারা। ক্রিকেটার কিনতে কেকেআরের হাতে রয়েছে ১.৩৫ কোটি টাকা। আরও দু’জন খেলোয়াড়কে কিনতে পারবে কলকাতা। তবে বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ হয়ে গিয়েছে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে