কামালগাজিতে উড়ালপুলের নীচে আগুন, পুড়ে মৃত্যু বৃদ্ধার

কলকাতা: বুধবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু বৃদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।

ঘটনায় প্রকাশ, কামালগাজি উড়ালপুলের নীচে একটি অস্থায়ী দোকান করেছিলেন ওই বৃদ্ধা। সেখানেই থাকতেন। শনিবার ভোরে ওই দোকানঘরটিতে আগুন লেগে যায়। আগুন দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দমকল এবং পুলিশকে খবর দেন। দমকল এসে আগুন নেভায়। মৃতার দেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের জেরেই এই ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

মঙ্গলবার ভোটগণনা, স্ট্রংরুমে কড়া নিরাপত্তা

বুথফেরত সমীক্ষা ‘ফেক’, কর্মীদের শক্ত থাকার পরামর্শ মমতার

অরুণাচলপ্রদেশ ও সিকিম বিধানসভার ভোটগণনা, কে কোথায় এগিয়ে