Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বেঙ্গালুরুর বিরুদ্ধে ৮১ রানে জয় কলকাতার - NewsOnly24

বেঙ্গালুরুর বিরুদ্ধে ৮১ রানে জয় কলকাতার

কেকেআর: ২০৪-৭ (শার্দূল ৬৮, গুরবাজ ৫৭, উইলি ২-১৬)

আরসিবি: ১২৩-৯ (ফ্যাফ ২৩, বিরাট ২১, বরুণ চক্রবর্তী ৪-১৫, সুযশ শর্মা ৩-৩০)

কলকাতা: বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স জিতল ৮১ রানের বড় ব্যবধানে। এ বারের আইপিএল মরশুমে প্রথম জয়। ঘরের মাঠে চার বছর পর ফিরেই জয়।

টস হেরে প্রথমে ব্যাট করতে হয় কেকেআরকে। শুরুটা মোটেই ভাল হয়নি নাইটদের। একটা সময় স্রেফ ৪৭ রানে ৩ উইকেট পড়ে যায়। সেখান থেকে শুরু হয় প্রত্যাবর্তনের লড়াই। প্রথমে নাইটদের লড়াই শুরু হয় গুরবাজ এবং রিঙ্কুর হাত ধরে। ৪৪ বলে ৫৭ রান করেন আফগান ওপেনার। তারপর আবার ধাক্কা। পরপর দু’বলে আউট গুরবাজ এবং রাসেল। কেকেআর ৮৯ রানে ৫। এর পর শার্দূল ঠাকুর এসে জীবনের সেরা টি-২০ ইনিংসটি খেলে দিলেন। ২৯ বলে ৬৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন তিনি। রিঙ্কু সিং করলেন ৩৩ বলে ৪৬। কলকাতা পৌঁছে গেল ২০৪ রানে।

জবাবে ১৭.‌৪ ওভারে ১২৩ রানে শেষ হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘরের মাঠে দুরন্ত বোলিং করে নাইটদের জয় এনে দিলেন তিন স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন ও সুযশ শর্মা।

২০৫ রানের লক্ষ্য নিয়ে দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু‌প্লেসি। ওপেনিং জুটিতে ৪.‌৫ ওভারে ওঠে ৪৪। পঞ্চম ওভারেই নীতীশ রানা আক্রমণে নিয়ে আসেন সুনীল নারাইনকে। ১৮ বলে ২১ রান করে আউট হন কোহলি। পরের ওভারেই রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন ডুপ্লেসি (‌১২ বলে ২৩)‌। গ্লেন ম্যাক্সওয়েলকেও (‌৫)‌ তুলে নেন বরুণ। শাহবাজ আমেদকে (‌১)‌ ফেরান নারাইন।

নবম ওভারের মধ্যে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে চূড়ান্ত বিপর্যয়ে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বাদশ ওভারে মাইকেল ব্রেসওয়েলকে (‌১৮ বলে ১৯)‌ তুলে নেন শার্দূল ঠাকুর। পরের ওভারে অনুজ রাওয়াতকে (‌১)‌ ফেরান সুযশ শর্মা। একই ওভারের পঞ্চম বলে তুলে নেন দীনেশ কার্তিককে (‌৯)‌। শেষ পর্যন্ত ১২৩ রানে গুটিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুরন্ত বোলিং করে ১৫ রানে ৪ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। অভিষেকেই বাজিমাত সুযশ শর্মারও। ১৮ রানে তিনি নেন ৩ উইকেট। ১৬ রানে ২ উইকেট সুনীল নারাইনের।

Related posts

১২৬তম বেটন কাপ জিতল সেনা একাদশ; বায়ুসেনাকে ২-০ গোলে হারিয়ে কলকাতায় ঐতিহাসিক সাফল্য

ইডেনে পিচের গেরোয় মহাধস: বাভুমার জেদ আর হারমারের ঘূর্ণিতে ১২৪ রানও তুলতে পারল না ভারত

১১ বছরের সম্পর্কের ইতি! কেকেআর ছাড়ল আন্দ্রে রাসেলকে— মিনি নিলামে রেকর্ড পার্স নিয়ে নামছে নাইটরা